বর্তমান সময়ে ইংরেজি ভাষার গুরুত্ব আমরা সকলেই জানি। ইংরেজি কিভাবে শিখবো বা ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে আলোচনা করবো আজকের এই পোস্টে।
ইংরেজি শেখার সহজ উপায়
সঠিকভাবে ইংরেজি শেখার সহজ উপায় বলতে গেলে প্রথমে বলতে হবে চর্চার কথা। চর্চা করা এবং শেখার উদ্যম নিয়ে লেগে থাকলে আপনি খুব সহজেই ইংরেজি শেখার উপায় গুলো আয়ত্ত করে ফেলতে পারবেন। নিচে দেয়া ইংরেজি শেখার উপায় গুলো ফলো করলে খুব অল্প সময়ে ইংরেজি ভাষা শিখে ফেলতে পারবেন।
সহজে ইংরেজি শেখার উপায় সমূহ
- ইংরেজি শুনুন
- ইংরেজি বলতে চেষ্টা করুন
- ইংরেজি গ্রামার শিখুন
- ইংরেজি ভোকাবুলারি শিখুন
- ইংরেজি তে কথা বলুন
- ইউটিউব এর সাহায্য নিন
- গুগল ট্রান্সলেট এর সাহায্য নিন
ইংরেজি শুনুন
ইংরেজি শেখার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ইংরেজি সিনেমা দেখা বা ইংরেজি সংবাদ পড়া। ইংরেজি সিনেমা দেখলে আপনি কথা বলার ধরণ এবং ইংরেজি শব্দ চয়ন খুব ভালো ভাবে বুঝতে পারবেন। তাছাড়া নতুন নতুন অনেক ইংরেজি বাক্য শিখতে পারবেন। সিনেমা দেখার পাশাপাশি নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করুন। এতে করে আপনার ইংরেজি রিডিং এর দক্ষতা বাড়বে।
ইংরেজি বলতে চেষ্টা করুন
ইংরেজি শিখতে হলে নিজের সাথে নিজে কথা বলাটা অত্যন্ত কার্যকরী একটা কৌশল। আমরা যখন ইংরেজি শেখার চেষ্টা করি অনেকেই মনে করি অন্যের সাথে ইংরেজি তে কথা বললে সে কি মনে করবে আবার আমরা অনেকেই এটা ভেবে অন্যের সাথে ইংরেজিতে কথা বলি না যে যদি কোনো ভুল হয় তাহলে সে ব্যক্তি কি মনে করবে বা আমাকে নিয়ে হয়তো সে হাসাহাসি করবে।
তাই অন্যের সাথে ইংরেজিতে কথা বলার আগে নিজের সাথে নিজে কথা বলে চর্চা করলে বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে বা আপনার কোন জায়গায় আরো ভালো করতে হবে।
ইংরেজি গ্রামার শিখুন
ইংরেজি ভাষা শিখতে হলে প্রথমত আমাদের ইংরেজি ব্যাকরণ জানতে হবে। আপনি যত ভালো গ্রামার পারবেন, তত ভালো ইংরেজি পারবেন। ইংরেজি ভাষা শিখতে হলে বেসিক ইংরেজি ব্যাকরণ জানা খুব জরুরি।
আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনাকে বলবো অষ্টম এবং নবম-দশম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ পাঠ্য বই গুলো একবার করে শেষ করুন।
ইংরেজি ভোকাবুলারি শিখুন
আপনি সিনেমা দেখলেন, সংবাদ পড়লেন এবং ইংরেজি ব্যাকরণ শেষ করলেন। কিন্তু কথা বলতে গিয়ে কিছুক্ষন কথা বলার পর আর কোনো শব্দ খুঁজে পাচ্ছেন না, এটার কারণ আপনি যথেষ্ট ইংরেজি শব্দ জানেন না।
লিংক ফলো করুন: ১০০০ গুরুত্বপূর্ণ ইংরেজি ভোকাবুলারি
আর তাই ইংরেজি শেখার আরো একটা অত্যাবশ্যকীয় অনুশীলন হলো প্রচুর পরিমানে ইংরেজি ভোকাবুলারি জানা।
আরো পড়তে পারেন: ওয়েব ডিজাইন শিখতে যা জানতে হবে
ইংরেজি তে কথা বলুন
ইংরেজি তে কথা বলুন তবে এবার নিজের সাথে নয়, যারা আপনার মতো ইংরেজি শিখতে আগ্রহী তাদের সাথে। কেননা আপনি এখন অনেকটাই ইংরেজি জেনেছেন। গুগল প্লে স্টোর বা আপ স্টোরে বেশ কিছু মোবাইল এপ্স আছে যেগুলো তে আপনি অন্যের সাথে কানেক্ট হয়ে কথা বলতে পারবেন।
ইউটিউব এর সাহায্য নিন
ইউটিউব এ অনেক ইংরেজি শেখার ভিডিও পাওয়া যায়। তারপরও আমি ইউটিউব এর কথা সবার পরে বলছি এর কারণ হলো ইউটিউব এ ভিডিও দেখে আসলে আপনি কত দিনে ইংরেজি শিখতে পারবেন বা পারবেন কিনা সেটা অনেক বড় একটা প্রশ্ন! তবে অনেক ডেডিকেটেড হলে অবশ্যই সম্ভব।
গুগল ট্রান্সলেট এর সাহায্য নিন
গুগল ট্রান্সলেট মূলত ব্যবহার করবেন কোনো শব্দের অর্থ যদি না জানেন সেই ক্ষেত্রে, কেননা গুগল ট্রান্সলেট দিয়ে যদি কোনো জটিল বাক্য ট্রান্সলেট করেন তাহলে সেই বাক্যের কাল বা অন্যান্য গুন পরিবর্তন হয়ে যায়।
শব্দের অর্থ না জানলে অবশ্যই গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন তবে বাক্যের ক্ষেত্রে বিষয় টা মাথায় রাখবেন গুগল বাক্যের গুন সঠিক রেখে অর্থ করে দিতে পারবে না।
সঠিকভাবে ইংরেজি শেখার উপায় – (কোর্স)
আপনি যদি ইতো মধ্যেই উপরের সকল ফর্মুলা ফলো করেও ইংরেজি শিখতে না পারেন তাহলে চাইলেই আপনি স্পোকেন ইংলিশ কোর্স করে ইংরেজি শিখতে পারেন।
আমরা অনেকেই আছি যারা সঠিক সময় না দেয়ার কারণে বা ইংরেজি শেখার জন্য নিজেকে যতটা উৎসর্গ করতে হবে তা না করে শিখতে পারিনি। আমি মনে করি তাদের স্পোকেন ইংলিশ কোর্স করাটা জরুরি, কেননা যখন আমরা কোনো কোর্স করবো সেখানে নিয়মাবর্তীতা থাকবে এবং প্রতিযোগিতা থাকবে যার কারণে আপনি অনেক উৎসাহী হবেন।
বর্তমানে অনলাইনে অনেক পেইড স্পোকেন ইংলিশ কোর্স পাবেন। আপনার পছন্দ মতো যেকোনো কোর্স করে শিখে ফেলতে পারবেন সাধের ইংরেজি ভাষা।
ইংরেজি কেন শিখবেন?
বর্তমান সময়ে এসে হয়তো এ কথাটা বলাও বোকামি যে আপনি কেন ইংরেজি শিখবেন? স্কুল, কলেজ কিংবা চাকরির ইন্টারভিউ সব জায়গায় প্রয়োজন ইংরেজি ভাষার।
তাছাড়া বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে প্রয়োজন হবে ইংরেজি।
শেষ কথাঃ
ইংরেজি শেখাটা আমাদের জরুরি এটা আমরা সবাই জানি। ইংরেজি শিখতে প্রয়োজন ডেডিকেশন আর হার না মানার প্রত্যয়, তাহলেই আমরা আয়ত্ত করে নিতে পারবো ইংরেজি ভাষা।
ইংরেজি কিভাবে শিখবো বা ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে আলোচনা আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানতে ভুলবেন না।