ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২২ সালে তা আপনাদের জানানোর চেষ্টা করবো।
বর্তমান সময়ে আমরা প্রাই অনেকেই পাসপোর্ট করি, পাসপোর্ট করতে হলে কিছু কাগজপত্র প্রয়োজন হয়, যা আমাদের অনেকেরই জানা নেই যে পাসপোর্ট করতে কি কি লাগে।
পাসপোর্ট করতে কি কি লাগে?
পাসপোর্ট করতে প্রাপ্তবয়স্ক হলে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এপ্লিকেশন কপি, ফি প্রদানের কপি, নাগরিক সনদ, পুরাতন পাসপোর্ট থাকলে মূল ও ফটো কপি লাগবে।
ই পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট করতে হলে বয়স অনুযায়ী বিভিন্ন কাগজপত্র প্রয়োজন হয়। নিচে সকল বয়সের কাগজপত্রের লিস্ট দেওয়া হলোঃ
- ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি [প্রিন্ট কপি]
- পাসপোর্ট এপ্লিকেশন সামারি কপি [প্রিন্ট কপি]
- পাসপোর্ট ফি প্রদানের স্লিপ [মূল কপি]
- জন্ননিবন্ধন সনদ ( ইংরেজী ভারসন )
- NID কার্ডের ফটোকপি
- নাগরিক সনদ
- পেশা প্রমানের কাগজ
- পূর্বের পাসপোর্ট থাকলে তার ফটোকপি ও মূল কপি
আবেদনকারীর বয়স যদি ৬ বছরের কম হয় তাহলে পাসপোর্ট করতে যা যা লাগবেঃ
- বাবা এবং মায়ের NID কার্ডের ফটোকপি
- ১ কপি 3R সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের কালার ছবি
- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
- বাবা এবং মায়ের ২টি পাসপোর্ট সাইজের ছবি
পাসপোর্ট আবেদনকারীর বয়স যদি ৬ বছরের বেশি ১৫ বছরের কম হয় তাহলে পাসপোর্ট করতে যা যা লাগবেঃ
- বাবা এবং মায়ের NID কার্ডের ফটোকপি
- জন্ননিবন্ধন সনদ ( ইংরেজী ভারসন )
- বাবা এবং মায়ের ২টি পাসপোর্ট সাইজের ছবি
- পেশা প্রমানের কাগজ { আপনি যদি শিক্ষার্থী হন তাহলে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট / স্কুল আইডি কার্ডের ফটোকপি / যদি অন্য কোনো পেশার হয়ে থাকে তাহলে তার ডকুমেন্ট }
পাসপোর্ট আবেদনকারীর বয়স যদি ১৫ থেকে ১৮ হয় তাহলে পাসপোর্ট করতে যা যা লাগবেঃ
- জন্ননিবন্ধন সনদ ( ইংরেজী ভারসন )
- বাবা এবং মায়ের NID কার্ডের ফটোকপি
- পেশা প্রমানের কাগজ { আপনি যদি শিক্ষার্থী হন তাহলে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট / কলেজ আইডি কার্ডের ফটোকপি / যদি অন্য কোনো পেশার হয়ে থাকে তাহলে তার ডকুমেন্ট }
আরো পড়তে পারেন: অনলাইনে লাইভ ক্রিকেট ম্যাচ ও খেলার খবর
পাসপোর্ট আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ হলে যা যা লাগবেঃ
- NID কার্ডের ফটোকপি
- জন্ননিবন্ধন সনদ ফটোকপি
- যদি জন্ননিবন্ধন সনদ ব্যাবহার করে পাসপোর্ট করে তাহলে বাবা এবং মায়ের NID কার্ডের ফটোকপি
পাসপোর্ট আবেদনকারীর বয়স ২০ বছরের বেশি হলে যা যা লাগবেঃ
- NID কার্ডের ফটোকপি
- প্রবাসী পাসপোর্ট আবেদন করলে জন্ননিবন্ধন সনদ লাগবে
আশা করি বুঝতে পেরেছেন ই পাসপোর্ট করতে কি কি লাগে। লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখুন কি বিষয়ে আপনি জানতে চাচ্ছেন।