ই-সিম কী? ই-সিম এর সুবিধা ও অসুবিধা

বর্তমানের টেলিকম এর চমক ই সিম। আজকের আর্টিকেলে জানবো ই-সিম কী, ই-সিমের সুবিধা ও ই-সিমের অসুবিধা সম্পর্কে।

ই-সিম কী

ই-সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। ই-সিমের পুরো নাম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটি ফিজিক্যাল সিম কার্ডের মতো নয়। আপনি একটি ই-সিম কিনলে কলিং ও মেসেজিংসহ সব কাজই করবে।

৬৪ জেলার জেলা প্রশাসকের নাম তালিকা

ই-সিম এর সুবিধা

ই-সিমের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যদি সিম কোম্পানি পরিবর্তন করেন। তবে আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না।

ই-সিম এর অসুবিধা

প্রথমত শুনতে বেশ সহজ মনে হলেও ই-সিম ব্যবহার করে ডিভাইস সুইচ করা বেশ জটিল একটি প্রক্রিয়া। সাধারণ সিমের ক্ষেত্রে ফোন কোনো কারণে কাজ না করলে সিম বের করে তা অন্য ফোনে ইনসার্ট করলে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমনঃ ফোন নাম্বার উদ্ধার করা যায়। কিন্তু ফোনের কোনো সমস্যা হলে ই-সিম থেকে তথ্য উদ্ধার করা তেমন সহজ নয়।

একসঙ্গে অনেকগুলো সিম ব্যবহার করলেও একটিতে কল আসলে অন্যগুলো বন্ধ দেখাবে।

এ ছাড়া আপনি চাইলেই এক ফোন থেকে অন্য ফোনে ই-সিম স্থানান্তর করতে পারবেন না। যেমন একটি স্মার্টফোন নষ্ট হলে বা নতুন স্মার্টফোন কিনলে চাইলেই সিম পরিবর্তন করতে পারবেন না।

প্রথম গ্রামীণফোন আমাদের দেশে তাদের ই-সিম সেবা চালু করে। কীভাবে ই-সিম সক্রিয় করবেন বা পুরানো সিমকে ই-সিমে রূপান্তর করবেন তা নীচে দেখুন।

নতুন ই-সিম কীভাবে অ্যাক্টিভেট করবেন 

  • পছন্দ অনুযায়ী একটা প্ল্যান বেছে নিন
  • আপনার মোবাইল নম্বরটি বেছে নিন
  • বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন
  • আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন
  • সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন
  • আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

ফিজিক্যাল সিম থেকে ই-সিমে কীভাবে মাইগ্রেট করা যাবে

আপনার ফিজিক্যাল সিমকে ই-সিমে মাইগ্রেট করতে ই-সিম সাপোর্টেড হ্যান্ডসেট নিয়ে আপনার নিকটবর্তী জিপি এক্সপেরিয়েন্স সেন্টারে গিয়ে ই-সিম ক্রয় করার পক্রিয়াটি সম্পন্ন করুন অথবা জিপি অনলাইন শপে গিয়ে নিচের স্টেপগুলো অনুসরণ করে ই-সিমে কনভার্ট করে নিন:

  • ই-সিম মাইগ্রেশনের জন্য রিকোয়েস্ট করুন
  • বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন
  • আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ চালু করুন
  • সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন
  • আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *