Ekdin Matir Bhitore Hobe Ghor Lyrics – একদিন মাটির ভিতরে হবে ঘর | Abir Biswas

Ekdin Matir Bhitore Hobe Ghor Bengali Baul Folk Song Cover by Abir Biswas.

একদিন মাটির ভিতরে হবে ঘর Lyrics

Song : একদিন মাটির ভিতরে হবে ঘর – Ekdin Matir Vitore Hobe Ghor
Singer : Abir Biswas
Programming, Mix and Master : Abir Biswas
DOP : Akash Bagchi
Edit & Color : Abir Biswas
Produced By : Prabir Jana
Production : KMJ Music Series

একদিন মাটির ভিতরে হবে ঘর Lyrics

একদিন মাটির ভিতরে হবে ঘর
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর,
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর?

প্রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে।

বন্ধু বান্ধব যত, হায়
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
সকলি হবে তোমার পর
রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?

একদিন মাটির ভেতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?

দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে,
শিরার উপশিরা গুলি
ছিন্ন-ভিন্ন হবে।

মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
পড়ে রবে মাটিরো উপর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?

একদিন মাটির ভিতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?

রুপেরি গৌরবে সাজিয়াছো সাজ
সোন দানা কত কি আর
রাজকিয় পোশাক।

যেদিন প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনুথন
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?

একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?

Ekdin Matir Bhitore Hobe Ghor Lyrics

Ekdin matir vetore hobe ghor
re mon amar
Keno bandho dalan ghor
Praan pakhi ure jabe pinjor chere
Dhoradhame sobi robe tumi jabe chole
Bondhu bandhob joto mata pita tara suto
Sokoli hobe tomar por o amar amar
Keno badho dalan ghor
Ekdin matir bhetore hobe ghor
Keno bandho dalan ghar

একদিন মাটির ভিতরে হবে ঘর Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *