ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন কাজের চাহিদা রয়েছে। হাজার হাজার তরুণ-তরুণী ওয়েব ডিজাইন করে ফ্রিল্যান্সার হিসেবে সাফল্য অর্জন করেছে। আর তাই যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন তারা ভালো ওয়েব ডিজাইন প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়তে পারেন। আজকে জানবো ওয়েব ডিজাইন শিখতে যা জানতে হবে এবং কিভাবে শুরু করবেন।
ওয়েব ডিজাইন শিখতে যা জানতে হবে
ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ। এর জন্য আপনাকে প্রথমে HTML (হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) এবং CSS (ক্যাসকেডিং স্টাইল শীট) শিখতে হবে। কারণ একটি ওয়েবসাইটের মৌলিক কাঠামো তৈরি করা হয় HTML এর মাধ্যমে। তাই HTML এ বিভিন্ন ট্যাগের ব্যবহার জানা খুবই জরুরী।
অন্যদিকে, CSS হল ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, রঙ, অবস্থান ইত্যাদি নির্ধারণ করার একটি পদ্ধতি। অর্থাৎ CSS শুধুমাত্র একটি ওয়েব পেজ ডিজাইন করে না বরং এটি প্রদর্শনের জন্য উপযোগী করে তোলে।
উদাহরণ হিসাবে আমরা একটি ওয়েবসাইট কে বাড়ির সাথে তুলনা করতে পারি। বাড়ি বানানোর ক্ষেত্রে যেমন ইট,বালি, সিমেন্ট দিয়ে বাড়ির অবকাঠামো তৈরি করা হয়, ঠিক তেমন ভাবে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট এর কাঠামো বানানো হয়। এবং সিএসএস দিয়ে ওয়েবসাইট এর ডিজাইন করা হয়।
আরো পড়তে পারেন: অনলাইনে লাইভ ক্রিকেট ম্যাচ ও খেলার খবর
ওয়েব ডিজাইন শিখতে যা জানতে হবে
ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে মূলত ৩টি ভাষা শিখতে হবে HTML, CSS এবং বেসিক জাভাস্ক্রিপ্ট। যেমনটা আমরা জানলাম এইচটিএমএল ওয়েবসাইট এর অবকাঠামো এবং সিএসএস ওয়েবসাইট এর সুন্দর্য বৃদ্ধি বা প্রদর্শনের উপযোগী করে তোলে, ঠিক এই দুটি ভাষা দিয়ে ওয়েবসাইট বানালে ওয়েবসাইট ইন্টারেক্টিভ হবে না। ওয়েবসাইট কে ইন্টারেক্টিভ করতে হলে আমাদের জানতে হবে জাভাস্ক্রিপ্ট।
ওয়েব ডিজাইন কিভাবে শিখবেন
বর্তমানে ওয়েব ডিজাইন শেখার জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার দরকার পড়বে না। ইউটিউবে খুব সহজেই কোয়ালিটি ওয়েব ডিজাইন কনটেন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলা ভাষায়। তাছাড়া W3Schools থেকে খুব সহজেই এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জেনে নিতে পারবেন।
আপনাদের সুবিধার্থে কয়েকটি ইউটিউব চ্যানেলের নাম এবং লিংক দিয়ে দিলাম।
সতর্কতা: সময় একটি মূল্যবান সম্পদ, আপনি যদি ওয়েব ডিজাইনে ভালো করতে চান আমি আপনাকে বলবো ভালো কোনো প্রতিষ্ঠানে কোর্স করার। কেননা ইউটিউব আপনাকে ফ্রি তে কনটেন্ট দিলেও গাইড লাইন বা সাপোর্ট দিবে না।
আপনি যদি ওয়েব ডিজাইন শিখে উপার্জন করতে চান তাহলে আপনাকে কাজ এবং মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাই পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইলো।