প্রেমের ছন্দ রোমান্টিক প্রেমের কবিতা

প্রেমের ছন্দ কিংবা রোমান্টিক প্রেমের কবিতা নিয়ে আমাদের আজকের আয়োজন। আপনাদের জন্য বাছাই করা রোমান্টিক প্রেমের ছন্দ এবং কবিতা দিয়ে সাজিয়েছি আজকের আর্টিকেল।

প্রেমের ছন্দ রোমান্টিক প্রেমের কবিতা
প্রেমের ছন্দ রোমান্টিক প্রেমের কবিতা

প্রেমের ছন্দ

মিষ্টি প্রেমের ছন্দ গুলো দিয়ে আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে আমাদের পুরো লেখাটি পড়ুন। আপনাদের জন্য আমরা আজকের আর্টিকেল সাজিয়েছি মিষ্টি মিষ্টি প্রেমের ছন্দ ও কবিতা দিয়ে।

রোমান্টিক প্রেমের কবিতা

প্রেমিক বা প্রেমিকাকে খুশি করার জন্য ভালোবাসার ছন্দ বা প্রেমের ছন্দ দিয়ে মেসেজ করি। আজকের এই পোস্টে সেরা কিছু প্রেমের ছন্দ শেয়ার করবো আপনাদের সাথে। 

কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায়!

প্রেমের ছন্দ

এখানে আপনি রোমান্টিক প্রেমের ছন্দ থেকে শুরু করে সব ধরণের মিষ্টি প্রেমের ছন্দ এবং কবিতা পাবেন।

কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না,
তোমারে না দেখিলে,
আমার ভালো লাগে না।
১টি গাছে দুটি গোলাপ, 
গোলাপ দুটি লাল, 
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
প্রেম মানে ছলনা,
ইউ মোরে ভুলনা,
ইট ইজ মাই কামনা।
মহুয়ার মালা গলে কে তুমি এলে, 
নয়ন ভুলানো রুপে কে তুমি এলে।
সোনার গাছে রুপার পাতা,
ভুলিও না আমার কথা,
টাকা পয়সা কয়েক দিন,
ভালোবাসা থাকবে চিরদিন। 
হৃদয় দিয়ে যদি কর অনুভব, 
আঁধারে মিশে গেছে তার সব।
কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না,
তোমারে না দেখিলে, 
আমার ভালো লাগে না। 
দিনগুলি আশায় আশায়,
রাত যে কাটে না,
মনোহরা ভ্রমরা হয়ে,
পাশে এসো না।

মিষ্টি প্রেমের ছন্দ

ওয়ান বাই ওয়ান,
টু বাই টু,
কিস মি ওয়ান,
আই লাভ ইউ।
যতবার পরাজয় ততবার কহে,
আমি ভালোবাসি যারে, 
সে কভু আমার হতে দুরে যেতে পারে?
কলমে নাই কালি মুখে নাই ভাষা,
কি দিয়া পুরাব তর মনেরই আশা।
উড়ে যেওনা পাখি বস এই ডালে,
ভুলে যেওনা আমায় এই নিদারুন কারে। 

রোমান্টিক প্রেমের কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা হল এমন কবিতা যার বিষয়বস্তু হল প্রেম বা প্রেমের বিষয়সমূহ। এই ধরনের কবিতাগুলি সাধারণত প্রেমের আনন্দ, দুঃখ বা স্বপ্ন সম্পর্কে লিখা হয়। এই ধরনের কবিতাগুলি সাধারণত সুন্দর ভাষায় লিখা হয় এবং সাধারণত সুন্দর কথা বা বাক্য বা রচনাসমূহ ব্যবহার করে লিখা হয়। রোমান্টিক প্রেমের কবিতা বাংলায় ও অন্য ভাষায় সাধারণত লিখা হয়।

নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।
চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না।
এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা।
কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি।
বিদেশেতে বন্ধু তুমি
আমার প্রীতি নিও,
আমার কথা মনে হইলে
আমায় চিঠি দিও।
ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।
বেশি কিছু চাই না আমি,
অল্প হলেই চলবে!
রোজ সকালে নিয়ম করে,
ভালোবাসি বলবে।
যে গান কানে যায় না শোনা।
সে গান কোথায় নিত্য বাজে,
প্রাণের বীণা নিয়ে যাবো,
সেই অতলের সভা মাঝে।
তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়।
তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার ছবি আঁকি।
তুমি আমার মনের মাঝের মিষ্টি কোকিল পাখি।
খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।
তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে?
তুমি যদি পর ভাবো আপন ভাববে কে?
তুমি যদি কষ্ট দাও, সুখ দিবে কে?
যদি তুমি ভুলে যাও মনে রাখবে কে।
মেঘ চায় বৃষ্টি,
মন্দের মাঝেও ভালো থাকি পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায় ভাবছি অবিরত।
ভুলিনিত আমি তোমার মুখের হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবার পাশে,
হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।

আশা করি প্রেমের ছন্দ ও রোমান্টিক প্রেমের কবিতা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পোস্ট টি সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারেন। আমাদের ওয়েবসাইট আপনার ব্রাউসারে বুকমার্ক করে রাখুন এমন আর্টিকেল পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *