প্রিয় পাঠক, ফি আমানিল্লাহ অর্থ কি এবং কখন বলতে হয় এই সম্পর্কে বিস্তারিত জানবো আজকের আর্টিকেলের মাধ্যমে। চলুন জেনে নেওয়া যা ফি আমানিল্লাহ মানে কি এবং ফি আমানিল্লাহ কখন বলতে হয়।

ফি আমানিল্লাহ অর্থ কি
ফি আমানিল্লাহ এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তালার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম। আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন।
ফি আমানিল্লাহ কখন বলতে হয়
ফি আমানিল্লাহ বলা হয় কেউ দোয়া চাইলে। ধরুন কেউ আপনাকে বলল “ভাই আমি সফরে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন” তখন আপনি তাকে বলতে পারেন ফি আমানিল্লাহ অর্থাৎ আল্লাহ তালার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম। আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন।
আরো জানুনঃ রমজানের সময় সূচি
কেউ আপনার কাছে চিকিৎসার পূর্বে এসে দোয়া করতে বলল তখন ফি আমানিল্লাহ বলতে পারেন। ফি আমানিল্লাহ মূলত বলতে পারেন অন্যের মঙ্গল কামনার জন্য। অনেকেই মনে করেন এটা বলা বিদাত। তবে এটা স্পষ্ট নয় যে ফি আমানিল্লাহ বলা বিদাত।
ফি আমানিল্লাহ অর্থ কি – ভিডিও
ফি আমানিল্লাহ অর্থ কি জেনে নিন ভিডিও টির মাধ্যমে আশা করি সকল তথ্য পেয়ে যাবেন ভিডিও তে।