শিমুল মূলের উপকারিতা ও ভেষজ গুণাগুণ নিয়ে আলোচনা করবো আজকের আর্টিকলে। শিমুলের মূলের উপকারিতা ও ভেষজ গুণাবলি অপরিসীম। সমগ্র গাছের সকল উপাদান থেকেই ভেষজ ওষধ প্রস্তুত করা যায়।
Contents
Show
শিমুল মূলের উপকারিতা ও ভেষজ গুণাগুণ
শিমুল শুক্রবর্ধক, প্রদর ও অতিরিক্ত রক্তস্রাবে কার্যকর। বলকারক, কামোদ্দীপক, মলরোধক। মেছতা, উদরাময় ও অতিরিক্ত রক্তস্রাবে উপকারী। বিশেষ কার্যকারিতাঃ শুক্রবর্ধক, প্রদর ও অতিরিক্ত রক্তস্রাবে অধিক কার্যকরী।
শিমুল গাছের মূল যেসব রোগের কাজ করে
- কাশি- শিমুলের মূল বেঁটে গোঁড়া লেবুর রস মিশিয়ে খেলে কাশি ভালো হয়।
- শুক্র ক্ষয় – শিমুল চারার আধ তোলা পরিমাণ মূল মধু সহ সেবনে শুক্রবৃদ্ধি ঘটে।
- বাত রোগে – শিমুলের ফুল চূর্ণ ও শিমুলের কিছু আঠা মধুসহ সেবনে উপকার পাওয়া যায়।
আশা করি শিমুল মূলের উপকারিতা ও ভেষজ গুণাগুণ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আমাদের লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত জনদের সাথে যাদের শিমুল মুখের উপকারিতা সম্পর্কে জানতে চাই।