স্নাতক মানে কি – স্নাতক বলতে কী বোঝায় তা জানবো আজকের লেখার মাধ্যমে। আপনারা অনেকেই হয়তো স্নাতক মানে কি এটার অর্থ জানেন না।
আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি এই পোস্টের মাধ্যমে এবং আজকে যদি আপনারা এই পোস্ট পড়েন তাহলে স্নাতক মানে কি অথবা স্নাতক বলতে কী বোঝায় সে সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
স্নাতক মানে কি
কোনও শিক্ষার্থী উচ্চশিক্ষাজীবনের প্রথম তিন বা চার বছরে একটি পূর্বনির্দিষ্ট শিক্ষাক্রম সফলভাবে সম্পন্ন করলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তাকে শিক্ষাগত যোগ্যতা নির্দেশক যে উপাধি প্রদান করে, তাকে স্নাতক উপাধি বলে। ইংরেজিতে স্নাতক কে ব্যাচেলর্স ডিগ্রি বলে।
স্নাতক উপাধি
যে ব্যক্তি স্নাতক উপাধি লাভ করে, তাকে স্নাতকবা ইংরেজিতে গ্র্যাজুয়েট বলা হয়। আক্ষরিক অর্থে স্নাতক বলতে (জ্ঞানের) জলে স্নান বা অবগাহন করাকে বোঝায়।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণভাবে চার বছর মেয়াদী সম্মান (অনার্স) ও তিন বছর মেয়াদী সাধারণ (ডিগ্রি পাস কোর্স) এই দুই ধরনের স্নাতক উপাধি প্রদান করা হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এসব উপাধির জন্য ভর্তি হওয়া যায়। কলাবিদ্যা বা মানববিদ্যা ধারায় স্নাতক উপাধিকে “কলাবিদ্যায় স্নাতক” (ইংরেজিতে ব্যাচেলর অব আর্টস, সংক্ষেপে বিএ) বলা হয়।
চারুকলা ধারায় “চারুকলায় স্নাতক” (ইংরেজিতে ব্যাচেলর অফ ফাইন আর্টস বা সংক্ষেপে বি.এফ.এ.), অন্যদিকে সামাজিক বিজ্ঞান ধারায় “সামাজিক বিজ্ঞানে স্নাতক” (ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, সংক্ষেপে বি.এস.এস.), বিজ্ঞান ধারায় “বিজ্ঞানে স্নাতক” (ব্যাচেলর অফ সায়েন্স, সংক্ষেপে বি.এসসি.) এবং ব্যবসায় শিক্ষা ধারায় “বাণিজ্যে স্নাতক” (ইংরেজিতে ব্যাচেলর অফ কমার্স বা বি.কম.) কিংবা “ব্যবসায় প্রশাসনে স্নাতক” (ইংরেজিতে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে বি.বি.এ) নামক উপাধি দেয়া হয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহে চার বছর মেয়াদী স্নাতক শিক্ষাক্রম অনুসরণ করা হয় এবং এক্ষেত্রে সাধারণত “প্রকৌশল ক্ষেত্রে বিজ্ঞানে স্নাতক” (ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে “বি. এসসি. ইঞ্জ”) নামের উপাধি দেওয়া হয়।
আইন বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ লজ বা এলএল.বি. (অনার্স) তথা “আইনবিদ্যায় স্নাতক (সম্মান)” উপাধি এবং দুই বছর মেয়াদী এলএল.বি. (পাস কোর্স) “আইনবিদ্যায় স্নাতক (সাধারণ)” উপাধি চালু আছে।
চিকিৎসা মহাবিদ্যালয়গুলিতে (মেডিকেল কলেজ) স্নাতক শিক্ষাক্রম ৫ বছর মেয়াদী হয়ে থাকে এবং এগুলি শেষ করলে চিকিৎসাবিজ্ঞান ও শল্যচিকিৎসায় স্নাতক (ইংরেজিতে সংক্ষেপে এম.বি.বি.এস.) উপাধি প্রদান করা হয়।
আশা করি বুঝতে পেরেছেন স্নাতক মানে কি বা স্নাতক বলতে কী বোঝায়। পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।