হারানো মোবাইল ফোন খুঁজে পাওয়ার উপায় আছে কিনা বা কিভাবে হারানো মোবাইল খুঁজে পাবো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আধুনিক যুগের সাথে তাল মেলাতে হলে এখন অবশ্যই চাই একটি ইলেক্ট্রনিক ডিজিটাল ডিভাইস। আর অধিকাংশ মানুষ সেই ডিভাইস হিসেবে বেছে নিয়েছে মোবাইল ফোন।
কিন্তু মনের ভুলে হোক কিংবা অপরাধির পাল্লায় পড়ে হোক, দৈনিক বিপুল সংখ্যক মোবাইল হারানো যাচ্ছে। মোবাইল ফোন হারানো মানেই বেশ কিছু দিন প্রায় যোগাযোগ বিহীন হয়ে পড়া।
তার পাশাপাশি মোবাইল ফোনে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখেন। তাই হারানো মোবাইল খুঁজে পেতে মানুষের ব্যাকুলতা তেমন অস্বাভাবিক নয়। চলুন জানা যাক কিভাবে খুঁজে পেতে পারেন আপনার হারানো মোবাইল ফোন টি।
হারানো মোবাইল ফোন খুঁজে পাওয়ার উপায়

হারানো মোবাইল ফোন খুঁজে পাওয়ার অনেক উপায় আছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেতে আপনি আপনার নিকটবর্তী থানা বা পুলিশ ফাঁড়িতে জিডি করতে পারেন। অথবা গুগল এর ফাইন্ড মাই ডিভাইস সেবাটির সাহায্য নিয়ে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ব্যাক পেতে পারেন।
জিডি করার মাধ্যমে হারানো মোবাইল খুঁজে পাওয়া
অনেকেই মনে করেন জিডি করাটা বেশ ঝামেলাদায়ক এবং এতে কোনো লাভ নেই। যদি আপনার মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গিয়ে থাকে তাহলে প্রথম কাজই হলো থানায় জিডি করা।
মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় জিডি করার মাধ্যমে আপনি পুরো ব্যাপারটিকে নথিভুক্ত করছেন। পরবর্তীতে কোনো ভাবে মোবাইলটি ফেরত পেলে মোবাইলটি যে আপনারই তা প্রমাণ করতে জিডির কপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাই সবার আগে জিডি করুন। এক্ষেত্রে যেখান থেকে মোবাইল হারাবে সেখানকার থানাতেই জিডি করতে হবে। পুলিশি সহায়তা পেলে হারানো মোবাইল খুঁজে পাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়।
অনলাইনে জিডি করার নিয়ম
বর্তমানে আপনি দেশের সকল থানায় অনলাইন জিডি করতে পারবেন ঘরে বসে থেকে। এর ফলে আর আগের মতো জিডি করতে গিয়ে হয়রানি শিকার হতে হবে না। এর জন্য আপনাকে আর পুলিশকে কোন প্রকার টাকা পয়সা দিতে হবে না।
অনলাইন জিডি করতে হলে আপনাকে আপনার মোবাইল এর যে কোন ব্রাউজার থেকে ভিজিট করতে হবে gd.police.gov.bd এই ওয়েবসাইট।
গুগল ফাইন্ড মাই ডিভাইস এর মাধ্যমে হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়
যদি আপনি ডিজিটালি আপনার ঘরে বসেই হারানো মোবাইলটিকে খুঁজে পেতে চান তাহলে এটিই আপনার জন্য সেরা উপায়।
গুগল ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি প্রত্যেকটি এন্ড্রয়েড ডিভাইসেই রয়েছে। এর জন্য আপনাকে গুগল একাউন্ট আপনার ফোন লগইন করে নিতে হবে। গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করার সাথে সাথেই ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি যদিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় তবুও চালু আছে কি না তা নিশ্চিত হয়ে নেওয়া ভাল।
এ ব্যাপারে নিশ্চিত হতে প্রথমেই চলে যান আপনার মোবাইলের সেটিংস (Settings) অপশনে। সেখানে একটু স্ক্রল করলেই গুগল (Google) নামক অপশন পাবেন। গুগল অপশনে ঢুকে সার্ভিসেস অন দিস ডিভাইস (Services on this device) সেকশনটি পাবেন।
সেখান থেকে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি খুঁজে পাবেন। তাতে ট্যাপ করলেই একটি স্ক্রিন ভেসে উঠবে। এতে সার্ভিসটি চালু আছে কি না তা বুঝতে পারবেন এবং কি কি উপায়ে আপনার মোবাইলটি খুঁজে পাওয়া যাবে তা দেখতে পারবেন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে এই দুই উপায় আপনার কাজে আসবে। যেহেতু মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটি ডিভাইস, আমাদের উচিত আমাদের প্রয়োজনীয় সকল ডিভাইস নরজরদারিতে রাখা।
আশা করি আপনি হারানো মোবাইল ফোন খুঁজে পাওয়ার উপায় সম্পকে সকল তথ্য বুঝতে পেরেছেন। মোবাইল বা যেকোনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে সর্বপ্রথম নিকটবর্তী থানায় গিয়ে একটি জিডি করবেন।