Amader Ekta Jibon Song Is Sung by Nachiketa Chakraborty. Music Composed by Mousumi Hossain And Song Lyrics In Bengali Written by Rudrasankar.
Amader Ekta Jibon Lyrics
Song : Amader Ekta Jibon
Singer : Nachiketa Chakraborty
Back Vocal: Shilpa Pal, Hrithika Sarkar & Debarati Sen
Lyrics : Rudrasankar
Composition : Mousumi Hossain
Arrangements & Programming : Dipankar Vaskar
Video Direction : Debajyoti Mukhopadhyay
Video Presentation : Tamal Duary
Label : Asha Audio
Amader Ekta Jibon Lyrics
আমাদের একটা জীবন
এ জীবন জলের ধারা,
কখনও হোঁচট লাগে
কখনও রাস্তা খোলা।
আমাদের একটা জীবন ..
আমাদের একটা জীবন
না পাওয়া থাকনা কিছু,
কিছু থাক আকাশ জুড়ে
এক প্রেম উদাস করুক,
এক প্রেম নামুক ঘরে
এক প্রেম উদাস করুক,
এক প্রেম নামুক ঘরে।
আমাদের একটা জীবন
এ জীবন জলের ধারা,
কখনো হোঁচট লাগে
কখনো রাস্তা খোলা।
আমাদের একটা জীবন
কার তার খবর রাখে?
প্রতিদিন মন ভিকারীর
মরা মন যাচ্ছে উড়ে।
আমাদের একটা জীবন
কার তার খবর রাখে ?
প্রতিদিন মন ভিকারীর
মরা মন যাচ্ছে উড়ে।
আমাদের একটা জীবন ..
আমাদের একটা জীবন
এ জীবন মেঘ মালা চায়,
না হলে সূর্য উঠুক
হারজিত বসুক হাতে,
আর কিছু নাই বা হলো
এ জীবন টগবগে হোক,
টগবগে হোক, টগবগে হোক,
টগবগে হোক ..