Amar Sonar Moyna Pakhi Lyrics – আমার সোনার ময়না পাখি song from the movie Monpura directed by Giazuddin Selim starring Chanchal Chowdhury, Fazlur Rahman Babu, and Farhana Mili.
Contents
Show
Amar Sonar Moyna Pakhi Lyrics
Voice: Shayan Chowdhury Arnob
Music: Shayan Chowdhury Arnob
Music Direction: Iqbal A. Kabir
Movie: Monpura
Amar Sonar Moyna Pakhi Lyrics
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।