Amaro Porano Jaha Chay Lyrics – আমার পরান যাহা চায় লিরিক্স । Rabindranath Tagore

Amaro Porano Jaha Chay Lyrics In Bengali. Bangla Song Lyrics written by Rabindranath Thakur. This Rabindra Sangeet is sung by Hemanta Mukherjee, Indrani Sen, Jayati Chakraborty, Arjit Singh, Subhamita, Srikanta acharya, Shreya ghoshal, Prashmita Paul, Porshi, Alka Yagnik, Babul Supriyo, Kalpurush from Robi Rockz Album. Sung by Nobel Man (Mainul Ahsan Noble) from Zee Bangla Saregamapa.

Amaro Porano Jaha Chay Lyrics

Song Name : Amaro Porano Jaha Chay – আমার পরান যাহা চায়
Lyricist : Rabindranath Tagore

Amaro Porano Jaha Chay Lyrics

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও (x2)
আমি তোমারে পেয়েছি হৃদয়-মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,
দীর্ঘ বরস-মাস (x2)

যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো (x2)
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমারও পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

Amaro Porano Jaha Chay Lyrics – আমার পরান যাহা চায় লিরিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *