বাংলালিংক বাংলাদেশের অন্যতম একটি টেলিকম প্রতিষ্ঠান। বাংলাদেশের অনেক মানুষই বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন।
আমাদের অনেকের সিমের বিভিন্ন শর্ট কোড মনে রাখতে হয় যেমন: ব্যালান্স চেক করার কোড কিংবা সিমের নম্বর চেক করার কোড।
Banglalink Number Check
আমাদের অনেক সময় নিজের অথবা অন্যের সিমের নম্বর চেক করতে হয়। বিভিন্ন অপারেটর কোম্পানির সিমের নম্বর চেক করার কোড থাকে যার মাধ্যমে আমরা সহজেই সিমের নম্বর দেখতে পারি।

বাংলালিংক নম্বর চেক কোড
Banglalink number check – বাংলালিংক সিমের নাম্বার কিভাবে কোড ডায়াল করে জানতে হয় সেটা জানবো। বাংলালিংক সিম এর নাম্বার জানার জন্য মোবাইল ফোনের ডায়াল প্যাড এ *৫১১# লিখে ডায়াল করে কল বাটন চাপুন। তাহলে মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে ওই সিমের নাম্বার দেখতে পাবেন।
বাংলালিংক নম্বর চেক কোড *511# লিখে ডায়াল করলে আপনার বাংলালিংক নম্বর দেখতে পাবেন।
Banglalink number check just dial *511# to know the Banglalink Number.
এছাড়াও বাংলালিংক এর প্রয়োজনীয় শর্ট কোড দেখে নিন
বাংলালিংক ব্যালেন্স চেক কোড
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *১২৪#
বাংলালিংক ব্যালেন্স চেক কোড *124#
বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর
বিভিন্ন কারণে আমাদের অনেকেরই কাস্টমার কেয়ার এ কথা বলার প্রয়োজন পড়ে। বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলতে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন ১২১
বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর হলো ১২১
আশা করি বাংলালিংক নম্বর চেক করা নিয়ে আমাদের লেখা আপনার ভালো লেগেছে। আমাদের এই পোস্ট টি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে।