Boka Premik Lyrics – বোকা প্রেমিক লিরিক্স | Shuvro

Boka Premik Lyrics – বোকা প্রেমিক লিরিক্স by Rayhan Islam Shuvro. Boka Premik Song lyrics written by Rayhan Islam Shuvro.

Boka Premik Lyrics

Song: Boka Prmik – বোকা প্রেমিক
Singer: Rayhan Islam Shuvro
Lyrics: Rayhan Islam Shuvro

বোকা প্রেমিক লিরিক্স

শুধু তোমার কণ্ঠস্বর শুনবো বলে,
রাতের পরে রাত জাগা আমার।
চোখে ঘুম নিয়ে,
জেগে জেগে স্বপ্ন দেখা।

তুমি ভালো থেকো,
যদি আমার না হও,
অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,
না হয় আমার সাথে তুমি করো ছলনা,
তুমি অন্য কারো হয়ো না।

তোমাকে সকাল থেকে,
ভেবে রাত নামে আমার।
তোমাকে আনমনে খুঁজি,
তুমি খোঁজনা কেন আমায়?

তুমি ভালো থেকো,
যদি আমার না হও,
অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,
না হয় আমার সাথে তুমি করো ছলনা,
তুমি অন্য কারো হয়ো না।

তোমার পথ চলা,
আমার শহরের বুকে।
বোকা প্রেমিক হয়ে রবো
তোমার ছায়া হয়ে।

তুমি ভালো থেকো,
যদি আমার না হও,
অন্য কারো হয়ো না।
যদি ইচ্ছে হয়,

না হয় আমার সাথে তুমি করো ছলনা,
তুমি অন্য কারো হয়ো না। – [ ২ বার ]

Boka Premik Lyrics in Bengali

Boka Premik Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *