Dhulabali Song Performed by Ashes Band. Song Lyrics In Bengali Written by Zunayed Evan.
Contents
Show
Dhulabali Lyrics
Song : Dhulabali
Band : Ashes
Lyrics & Tune : Zunayed Evan
Video Edited by : Joy Mahmud
Dhulabali Lyrics – ধুলাবালি
অনেক বছর আগের একটা
বৃষ্টির দাগ ছিলো,
পুরনো ক্যালেন্ডারে তুমি
খোঁজ নিয়ে দেখো,
অনেক বছর আগের একটা শীতে
কাঁপনের ভেতরে আমারে কী
টের পেয়েছিলে ?
রি রারে রা রা রে
রা রারে রা রা রে,
রি রারে রা রা রে
রা রারে রা রা রে।
অনেক বছর আগের একটা
কফির টেবিলে,
মদের বোতলে আমারে কী
নেশা করেছিলে,
অনেক বছর আগের একটা
পুরনো ছবির ফ্রেমে,
ধূলাবালি ধূলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে,
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে