Ditiyo Jibon Lyrics – দ্বিতীয় জীবন | Imran Mahmudul | Porshi

Ditiyo Jibon Lyrics Written by Kabir Bakul And Song Is Sung by Imran And Porshi. Music Composed by And Song Mixing And Mastering by Imran Mahmudul. Video Song Directed by Saikat Reza. Produced and Distributed by Central Music and Video.


Ditiyo Jibon Lyrics

Song Name : Ditio Jibon
Singer: Imran And Porshi
Tune : Imran Mahmudul
Lyrics : Kabir Bakul
Music Programming And Sound mix master : Imran Mahmudul
Director : Saikat Reza
DOP : Bikash Saha
Edit, Color And VFX: SM Tushar
Released Date : 07-11-2022

Ditiyo Jibon Lyrics – দ্বিতীয় জীবন

তোমার মনে জায়গা পেলে
অন্য কোথাও কে আর যায়,
তোমার ভালো বাসাই পারে
নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমায়।


যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে,
এই তোমাকেই চাই,
এই তোমাকে চাই।।

পৃথিবীর পরে কি আছে পৃথিবী
আমার কানে সে কথা জানা,
থাকে যদি সেখানেও তোমার সাথে
চাই লিখি হৃদয়ের ঠিকানা।

কাছে আসা তোমার জন্য
ভালোবাসা তোমার জন্য,
তুমিতো আমার স্বপ্ন জগতে
আমাকে ভাসালাম তোমারই স্রোতে।


চিরদিনের সঙ্গী তুমি
মিশে গেছি তোমার ছায়ায়,
তোমার ভালো বাসাই পারে
নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।

যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে,
এই তোমাকেই চাই,
এই তোমাকে চাই।।


তুমি নীল হয়ে মনেরই আকাশে
অনন্তকাল থাকো জড়িয়ে,
অনুভবে প্রতিদিন, প্রতিটি রাত
সুখ হয়ে থাকোনা ছড়িয়ে।

প্রেম দিলে একবিন্দু
দেবো হৃদয়ে মহাসিন্ধু,
তোমারই প্রেমে অন্ধ করেছো
ফিরে যাবার পথ বন্ধ করেছো।

চিরকালের সঙ্গী তুমি
ডুবে গেছি তোমার ছায়ায়,
তোমার ভালো বাসাই পারে
নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।


যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে,
এই তোমাকে চাই,
এই তোমাকে চাই।।

Ditiyo Jibon Lyrics – দ্বিতীয় জীবন | Imran Mahmudul | Porshi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *