Ei Obelay Lyrics । এই অবেলায় লিরিক্স – Shironamhin

Ei Obelay Song lyrics is Sung by Sheikh Ishtiaque from Shironamhin Bangla Band. Music Tune by Kazy Ahmad Shafin And Ei Obelay Bengali Song Lyrics written by Ziaur Rahman. Starring: Shironamhin Team, Nishat Farzana Sinthy, Prantar Dastider And Aqsa Samara Karim.


Ei Obelay Lyrics

এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।


ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।

Ei Obelay Lyrics । এই অবেলায় লিরিক্স

Ei obelay tomari akashe
Nirob aposhe vese jaay
Sei vishon shitol veja chokh
Kokhono dekhaini tomay
Keu kothao bhalo nei jeno sei
Kotokal aar haate haat obelay
Koto kal aar bhul oboshonno bikele
Veja chokh dekhaini tomay


Ei Obelay Lyrics । এই অবেলায় লিরিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *