Ek Jibon Lyrics – এক জীবন | Shahid & Subhamita

Song: Ek Jibon
Album: Nilambori
Singer: Shahid And Subhamita
Music Composer: Arfin Rumi
Lyrics: Anurup Aich
Directed By: Shimul Hawlader

Ek Jibon Lyrics

তুমি আমি কাছাকাছি, আছি বলেই,
এ জীবন হয়েছে মধুময়।

যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়।

তোমায় ছেড়ে বহুদুরে যাবো কোথায়
এক জীবনে এত প্রেম পাবো কোথায় (x2)

তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই (x2)

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায় (x2)

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই (x2)

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায় (x2)

Ek Jibon Lyrics – এক জীবন Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *