এক নদী রক্ত পেরিয়ে – Ek Nodi Rokto Periye Lyrics

গানঃ এক নদী রক্ত পেরিয়ে
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
গীতিকারঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
ছায়াছবিঃ আবার তোরা মানুষ হ
বছরঃ ১৯৭৩

এক নদী রক্ত পেরিয়ে – Ek Nodi Rokto Periye Lyrics

এক নদী রক্ত পেড়িয়ে
বংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
(না না না শোধ হবে না)

মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে গানের মহিমা কোন দিন ম্লান হবে না
(না না না ম্লান হবে না)

হয়তবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে জ্ঞানী আর গুনিদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন ঋণ কোন দিন শোধ হবে না
(না না শোধ হবে না)

থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে
স্মৃতি বেদনার আখি নীড়ে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না…

এক নদী রক্ত পেরিয়ে – Ek Nodi Rokto Periye Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *