Firiye Dao Lyrics – ফিরিয়ে দাও লিরিক্স | প্রত্যাশা | মাইলস

ফিরিয়ে দাও লিরিক্স | Firiye Dao Lyrics | প্রত্যাশা | মাইলস

মাইলস‌ বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড। মাইল্‌স্‌ এর জন্ম ১৯৭৯ সালে। এসময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে সপ্তাহে ৫ দিন বাজাতো। এতে তারা সন্তুষ্ট ছিল, কিন্তু তারা তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম বের করার পরপর-ই জনপ্রিয় হয়ে যায়। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তারা সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে বাজিয়েছিল। মাইলসের সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের বাবা কমল দাশগুপ্ত আর মা ফিরোজা বেগম। ব্যান্ডটি ডিপ পার্পল, সান্তানা, পিংক ফ্লয়েড এবং বিটল্‌স ব্যান্ডের সংগীতের দ্বারা প্রভাবিত।

Firiye Dao Lyrics


Song: Firiye Dao – ফিরিয়ে দাও
Band: Miles – মাইলস

Firiye Dao Lyrics

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুর ছিল মনে; কেন মুছে দিলে?
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
অকারণ অভিমানে তুমি চলে যেয়ো না
মায়াবী এ বাঁধন ছিড়ে দূরে সরে যেয়ো না
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

Firiye Dao Lyrics

Nissho korecho amae
ki nuthur cholonaae
tumi heena e ridoy amar
ekaki oshohaae |

e haranor bedonaae
pure cholechi sharakhon
keno tumi miche mayaae
bedhechile amae tokhon
firiye daao
amar e prem tumi
firiiye dao
harano dingulo ebhabe chole jeyona ||

amar ridoy jure

shudhu tumi chile
joto shukh chilo mone
keno muche dile
e haranor bedonaae
pure ……..||

okaron obhiman e
tumi chole jeyona
mayabi e badhon chire
dure shore jeyona
e haranor bedonaae

Firiye Dao Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *