Jibon Road Lyrics | জীবন রোড লিরিক্স – Dui Diner Duniya

Jibon Road Lyrics | জীবন রোড লিরিক্স from the movie Dui Diner Duniya. Jibon Road Lyrics written by Anam Biswas.

Song: Jibon Road – জীবন রোড
Singer : Baul Mokul Sarker
Lyricist: Anam Biswas
Label: Chorki

Jibon Road Lyrics

জীবন রোডের আঁকে বাঁকে
ফাঁন্দে ফাঁন্দে ভরা রে (২x)
কেউ জানে না কেউ জানে না কখন খাইবে ধরা (২x)

তুমি যতই খেলা খেলো
খেলা খেলো
গুছাইয়া কিবা এলোমেলো

তুমি যতই খেলা খেলো
খেলা খেলো
গুছাইয়া কিবা এলোমেলো
খেলা তোমায় খেলে দিলে
তখন তুমি ধরা
কেউ জানে না কেউ জানে না কখন খাইবে ধরা…

জীবন রোডের আঁকে বাঁকে
ফাঁন্দে ফাঁন্দে ভরা রে (২x)
কেউ জানে না কেউ জানে না কখন খাইবে ধরা (২x)

ইট মাইরাছো অনেক তুমি
মনের মতো করছো তুমি (২x)
কত কিছু নষ্ট (২x)

এখন পাটকেল আইসা পড়ছে গায়ে
পাইছো তুমি কষ্ট (২x)

শুনো ইট মারিলে, পাটকেল খাইতে হয়
জেনো, কাম করিলে তাহার ফল খাইতে হয় (২x)

কেউ জানে না কেউ জানে না কখন খাইবে ধরা (২x)

জীবন রোডের আঁকে বাঁকে
ফাঁন্দে ফাঁন্দে ভরা রে (২x)
কেউ জানে না কেউ জানে না কখন খাইবে ধরা (৩x)

Jibon Road Lyrics – জীবন রোড লিরিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *