জয় বাংলা বাংলার জয় – Joy Bangla Banglar Joy Lyrics

(স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান)

শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৭১

জয় বাংলা বাংলার জয় – Joy Bangla Banglar Joy Lyrics

জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।

বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে।।
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে।।

নেই ― ভয়
জয় হউক রক্তের প্রচ্ছদ পট।
তবু করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।

অশোকের ছায় যেন রাখালের বাঁশরী হয়ে গেছে একেবারে স্তব্দ।।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ঐ কান্নার শব্দ।।

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র।।
বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র।

আর ― নয়।
তিলেতিলে বাংগালীর এই পরাজয়।।
আর করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।

ক্ষুধা আর বেকারের মিছিলটা যেন ঐ দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা তাই কাঁদছে ।।
বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাতো আর ধান,
বাংলার দুশমন তোষামদি চাটুকার সাবধান, সাবধান, সাবধান ।।

এই দি—ন ।
সৃষ্টির উল্লাসে হবে রংগীন ।।
আর মানি না মানি না কোন সংশয়
জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।

জয় বাংলা বাংলার জয় – Joy Bangla Banglar Joy Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *