Na Bola Kotha Lyrics – না বলা কথা | Eleyas Hossain & Tasmina Aurin

Song: Na Bola Kotha
Artist : Eleyas Hossain & Tasmina Aurin
Tune & Compose : Ayon Chaklader
Lyric : Alif Ahsan Bipu
Album : Na Bola Kotha

Na Bola Kotha Lyrics

শোন, বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই,
বল , কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই,
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়।

আকাশের ওই নীল্ ঠিকানায়
মেঘেরা সাদা ডানা ছড়ায়,
ওদেরই সেই ভালবাসা
এই মনে আজ পেয়েছে ঠাই,
জড়াবো আদরে তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী
তোমাকেই ভালবাসি।

ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়।

সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি,
রুপকথা’র রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি,
ভালবাসি তোমায়
পুরনো অনুভবে,
এই মনেরিই জগতে
রাজকুমারী তুমি।

ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয় ।

শোন , বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই,
বল , কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই,
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়।

Na Bola Kotha Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *