James – Best of Guru
Lyrics: Pagla hawar … James – পাগলা হাওয়ার তরে | Song: Pagla Hawar Tore
Pagla Hawar Tore Lyrics
Credits
Writer(s): Traditional
Song: James
পাগলা হাওয়ার তরে Lyrics
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
হে পাগলা হে হাওয়া হে পাগলা
হে পাগলা
ও বন্ধু আসছে বহুদিন পরে
Pagla Hawar Tore Lyrics
Pagla Hawar Toree
Matir Piidim
Niivu Nivu Koree.
Ore Ore Hawaa Thamna Ree
Bondhu Aschee Bohudin Poree.
Chondro Gashee Dur Porobasee
Tara Jolenii Oi Akashee
Matiir Pidim Niive Gele
Bondhu Ree Dekhbo Ki Koree.
Bijlii Chomkalo Naa Eshee
Jonak Gulo Neiiko Pashee
Pidiim Re Tuii Nive Gele
Bondhu Ree Chinbo Ki Koree.
Pagla Hawar Toree
Matir Pidiim
Nivu Nivu Koree.
Ore Ore Hawa Thamna Ree
Bondhu Aschee Bohudin Poree.