Piritir Karbar Lyrics – পিরিতির কারবার | Shefali Jariwala

Piritir Karbar song Lyrics by Dora. Music Composed by Taposh. Featuring Shefali Jariwala Bengali Item Dance Song. Piritir Karbar Song Lyrics Written by Taposh.

Piritir Karbar Lyrics

Song Name: Piritir Karbar
Singer: Dora
Lyrics, Tune And Composition: Taposh
Produced And Styled by: FARZANA MUNNY
Directed by: Adil Shaikh from TM Productions
Audio Label: TM Records

Piritir Karbar Lyrics

এমন জিনে ধরছে তোরে
এমন জিনে ধরছে তোরে,
রক্ষা নাই রে আর ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

এই পিরিতি মারবে তোরে
এই পিরিতি মারবে তোরে,
ঘন্টায় ছয়শো বার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।।

পিরিতি কাঁঠালের আঠা
ও নাকি গলারি কাঁটা,
পিরিতি কাঁঠালের আঠা
ও নাকি গলারি কাঁটা,
কয়শো কাঁটা বিঁধছে বুকে
কয়শো কাঁটা বিঁধছে বুকে,
খবর নাই রে তার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

জিনের প্রেমে করছি রিসেট
জিনের প্রেমে করছি রিসেট,
মনের সফটওয়্যার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।।

এমন জিনে ধরছে তোরে
এমন জিনে ধরছে তোরে,
রক্ষা নাই রে আর..
এ যে পিরিতির কারবার।

এই পিরিতি মারবে তোরে
এই পিরিতি মারবে তোরে,
ঘন্টায় ছয়শো বার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার,
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার,
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।।

Piritir Karbar Lyrics – পিরিতির কারবার | Shefali Jariwala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *