Piritir Karbar song Lyrics by Dora. Music Composed by Taposh. Featuring Shefali Jariwala Bengali Item Dance Song. Piritir Karbar Song Lyrics Written by Taposh.
Piritir Karbar Lyrics
Song Name: Piritir Karbar
Singer: Dora
Lyrics, Tune And Composition: Taposh
Produced And Styled by: FARZANA MUNNY
Directed by: Adil Shaikh from TM Productions
Audio Label: TM Records
Piritir Karbar Lyrics
এমন জিনে ধরছে তোরে
এমন জিনে ধরছে তোরে,
রক্ষা নাই রে আর ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।
এই পিরিতি মারবে তোরে
এই পিরিতি মারবে তোরে,
ঘন্টায় ছয়শো বার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।।
পিরিতি কাঁঠালের আঠা
ও নাকি গলারি কাঁটা,
পিরিতি কাঁঠালের আঠা
ও নাকি গলারি কাঁটা,
কয়শো কাঁটা বিঁধছে বুকে
কয়শো কাঁটা বিঁধছে বুকে,
খবর নাই রে তার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।
জিনের প্রেমে করছি রিসেট
জিনের প্রেমে করছি রিসেট,
মনের সফটওয়্যার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।।
এমন জিনে ধরছে তোরে
এমন জিনে ধরছে তোরে,
রক্ষা নাই রে আর..
এ যে পিরিতির কারবার।
এই পিরিতি মারবে তোরে
এই পিরিতি মারবে তোরে,
ঘন্টায় ছয়শো বার ..
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার,
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার,
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।।