She Je Boshe Ache Lyrics – সে যে বসে আছে লিরিক্স by Arnob. She je boshe ache song is sung & composed by Arnob. She je boshe ache is often spelled as “Shey je bose ache” or “Se Je Bose Ache”. She je boshe ache eka eka lyrics.
She Je Boshe Ache Lyrics – সে যে বসে আছে
Song: She Je Boshe Ache
Singer, Music & Lyrics: Arnob
সে যে বসে আছে লিরিক্স
সে যে বসে আছে একা একা,
রঙিন স্বপ্ন তার বুনতে ।
সে যে চেয়ে আছে ভরা চোখে,
জানালার ফাঁকে মেঘ ধরতে ।
তার গুনগুন মনের গান
বাতাসে ওড়ে;
কান পাতো, মনে পাবে শুনতে ।
তার রঙের তুলির নাচে
মেঘেরা ছোটে;
চোখ মেলো, যদি পারো বুঝতে ।
সে যে বসে আছে একা একা,
তার স্বপ্নের কারখানা চলছে ।
আর বুড়ো বুড়ো মেঘেদের দল,
বৃষ্টি নামার তাল গুনছে ।
সেই গুনগুন মনের গান,
বৃষ্টি নামায়;
টপ টপ ফোটা পরে অনেক্ষণ ।
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ।
ভেজা কাক হয়ে থাক আমার মন ।
সে যে বসে আছে…
সে যে বসে আছে…
সে যে বসে আছে…
সে যে বসে আছে…