Srotoshini lyrics – স্রোতস্বিনী lyrics | Encore

Song: Srotosshini
Band: Encore

Srotoshini lyrics

শ্রাবন ধারায়
এতো চেনা কি খুঁজে পাও
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণ

আমার সরল রেখার চিন্তা ধারায়
আড়াআড়ি করে দাগ কাটো কেনো?

নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো

তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান

পাহাড় চূড়ায়
বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায়
পারি দাও সমুদ্দুর

আছড়ে পরে সে ঢেউ
আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো

তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান

Srotoshini lyrics – স্রোতস্বিনী lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *