Upo Lyrics – উপ | Hatirpool Sessions

Upo Lyrics – উপ Song by Hatirpool Sessions. Upo song lyrics written and composed by Ankan Kumar.

Upo Lyrics – উপ

Voice and Guitar: Ankan Kumar
Drums: Hasin Aryan
Keys: Ibon Ibtesham
Bass: Sayad Azmaine
Guitar: Chayan Chakraborty
Percussion and Backing Voice: Dipta Pritam Nath

Upo Lyrics – উপ

কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?

কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?

ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়

ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়

কী এক ঝড়, সে যে থামবে কবে?
আমি সারাদিন বসে জানালায়
যোগ-বিয়োগ করে আর কি হবে?
যদি ভাগ করে সুখে থাকা যায়


থেকে যাও না, কেন চাও না
বলে গেলে কি এসে যায়?
ফিরে চাও না, কেন চাও না?
না বেশি দেরি হয়ে যায়

Upo Lyrics – উপ

Upo song lyrical video.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *